মানুষের সঙ্গে মানুষের
যোগাযোগ করিয়ে দেয় ডাক ও তার
আর মানুষের সাথে ঈশ্বরের
যোগাযোগ করিয়ে দেয় ডাক্তার
কিন্তু ডাক ও তার যখন অসুস্থ হয়
তখন ডাক্তার কিছুই করতে পারে না
'তার' তো কবেই  মারা গেছে
পড়ে আছে শুধু ডাক বিভাগ একা
টিকে আছে কোন রকমে
লোকসানের বোঝা বইতে বইতে হাড় জিড়জিড়ে
ডাক বিভাগের প্রথম পাঁচটি সেবা
সেভিংস ব্যাংক, স্পীড পোষ্ট, মানি অর্ডার,
ফিক্সড ডিপোজিট ও বিজনেস প্রোডাক্ট
সব কটিতেই ঘাটতি আর ঘাটতি
লোকসান আর লোকসান
২০১৪ সালে ঘাটতি ছিল ৫৪৭৩ কোটি  টাকা
১৫ সালে বেড়ে দাঁড়ায় ৬২৫৯ কোটি
১৬ সালে ঘাটতির পরিমাণ  ধরা আছে ৬০০৭ কোটি
অবশ্য লাগে টাকা দেবে গৌরীসেন।


ডাক বিভাগ হিসাব রাখে সরকারী রীতিতে
ব্যাঙ্কের নিয়মে নয়
তাই প্রকৃত ক্ষতির পরিমাণ  কত
ডাক বিভাগ নিজেই জানে না
গত বছর ডাক বিভাগ ব্যাঙ্কের লাইসেন্স  পেয়েছে
দেখা যাক এবার নিয়তি তাকে
কোন পথে চালিত করে !
নাকি গঙ্গাজল বেচে জীবন কাটাতে হয়।