উদোম হাওয়াই হেসে ওঠে
বল্গাহীন ঘোড়ায় চড়ে
উদগ্র বাসনায়। একটুও সময়
জোটেনি তার; সে এক জীবন।
বর্ণাঢ্য কামনায় মূহ্যমান
রাক্ষসীর করাল গ্রাস,
অনুক্ষণ চোখে স্বপ্নবিলাস
এ- কি !
বিধাতার লাশ কাঁধে
কাঁদে অসীমের আসন।
মরা আত্মারা দুলে ওঠে
মন্দিরের ঘন্টা ধ্বনিতে,
দূর- দিগন্তে সাগর নীলিমায়
লুকিয়ে যায় জ্বলন্ত সূর্যটা।
তবুও এটা- সেটা ঘরে ফেরা
এখনও অনেক কাজ হয়নি সেরে ওঠা।