হে নারী,
সভ্যতার স্তরে স্তরে দিয়েছ মমতা
তবু কেন আজও তুমি লাঞ্ছিত?
কেন পুরুষের কাছে শুধু ক্ষমতা,
কেন মানুষ হয়েও তুমি বঞ্চিত?


চিরকাল কেন শোষিত রয়েছ রমণী,
কেন মুখ গুজে আছ পুরুষের বুকে?
তোমার রক্তে পূর্ণ পুরুষের ধমণী
তবু তোমার রূপ- রঙ আজ ফিকে।


হে নারী,
কবে দাঁড়াবে শোষণের বিরূদ্ধে
শোষকের রক্তে ভরবে মেটে কলস,
কোন প্রহরে নামবে সমতার যুদ্ধে
নাকি থাকবে এমন ভিতু- অলস?


যখন তোমার ফুরোবে যৌবন বেলা
কোন পুরুষ মুখে নেবেনা নাম,
স্বামী- সন্তান করবে হেলা- ফেলা
করবেনা কেউ শ্রদ্ধা ভরে প্রণাম।


ও নারী, কি দেখ নয়ন ভরে
চাঁদ নাকি সূর্য?
আমি তো দেখি যুগ- যুগ ধরে
করেছ লাঞ্ছণা- বঞ্চণা সহ্য।