চল হারিয়ে যাই,
শহর ছেড়ে দূরের কোন সবুজ বনে
ছুঁটে চলি পাগলা হাওয়ায় আপন মনে।


চল হারিয়ে যাই,
দূর নীলিমায় সাদা বকের মালার ভীড়ে
জীবন সাজায় নীল আকাশের শূন্য নীড়ে।


চল হারিয়ে যাই,
শূন্য আকাশ, সাদা- কালো মেঘের দেশে
ফিরবো না হয় বাদল দিনের বৃষ্টি বেশে।


চল হারিয়ে যাই,
বনলতার আঁধার কালো দীঘল চুলে
স্বপ্ন দেখি যা খুশি তায় দু’জন মিলে।


চল হারিয়ে যাই,
রঙিন ডানার স্বাধীন ইচ্ছে ঘুড়ির মতো
রংধনু রং আবির মাখি স্বপ্নে দেখা হোলির মতো।


চল হারিয়ে যাই,
রঙিন আলোর ঝলক দেয়া জলসা ঘরে
ডুবে থাকি দৈহিক সুখের জলাধারে।


চল আজ না হারায়,
সুন্দর একটি স্বপ্ন দেখি সবাই মিলে
স্বপ্ন কুড়ায়, স্বপ্ন উড়াই, স্বপ্ন মাখি
স্বপ্ন রঙে নতুন পৃথিবীর ছবি আঁকি।