রাতের আঁধারে,
কালো মেয়ের দেহে আসে জোয়ার
যেমন চাঁদের আকর্ষনে আসে নদীর বুকে
পৈঠায় বসে জল চুষে খায় মাঝি।
সিঁথানে আশ্রয় নেয়; কালো মেয়ের রাঙা স্বপ্ন
বাস্তবতার চোখে বাধা আবেগের পর্দা
ঝড়ো বাতাসে দোল খেলে, ডুকরানি আসে
আসেনা মুক্তি।
সূর্যালোকে বৈঠা চালায় মাঝি
বেয়ে যায় সভ্যতার সব ঘাট।
মন- মাধবীর ডাকিনী চোখে প্রেম নেই,
শুধু নেশা- লালসা।
ও কালো মেয়ে,
তোর বুকে এতো প্রেম! এতো আশার আলো!
সকাল, বিকাল, সাঁঝবেলাতেও তুই থাকিস ভালো।