আমি যদি হতাম মুক্তিযুদ্ধ
পরাধীন শিকলে বাঁধা তোমার লাশ
কোন এক রাস্তার পাশে
কিম্বা ধানক্ষেতের কাছে--
যেখানে শকুনের বিভৎস্য চিৎকার,
শোষণের জয় উল্লাস খেলা করে-
আমার বলিষ্ঠ বাহুতে ট্রেগার চেপে
সবুজ বাংলায় এক, দুই করে
বয়ে দিতাম রক্তের স্রোত।
হয়তো মুখ ঢাকা কালো পোশাকে
আমার তির্যক গতি স্রোত
আমার পাখায় পিস্টনের মাতম
আমার কন্ঠে মুক্তির গান,
একটানা গুলির শব্দে রাক্ষসপুরী
হয়ে যেত নিঃস্তব্ধ- নিঝুম।
জীবনের এই টুকরো- টুকরো মৃত্যু
হয়তো আর থাকতো না
থাকতো না ব্যর্থতার অন্ধকার।
আমি যদি হতাম মুক্তিযুদ্ধ
পরাধীন শিকলে বাঁধা হতে তুমি,
শোষকের রক্তাক্ত কলিজা চিবিয়ে
সোনার বাংলা গড়ে যেতাম।