চারদিকে নিকষ কালো আধার
তবু স্পষ্ট আমার বর্ণালী’র দু’চোখ;
এখানে বাস্তবতার আঘাত দুনির্বার
ধুলোর আড়লে ঢাকা তারাদের মুখ
তবু মৃত আত্মায় নাচে স্বর্গীয় রমণী।
যেখানে আমার আত্মার শেকড়
যেখানে রাত ভর কাঁদে নিহারিকা,
আমার দু’চোখের মিথ্যা আবেশ
ভেঙে দিত তির্যক অরুনিকা,
আমি চাইনা ফিরতে সেই নগরে।


কল্পনা- ই সুখ আমার, কল্পনা মন ভরে
বাস্তবতার যন্ত্রণা নেই তারার উঠোন জুড়ে।