যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি নারী।


তুমি আদুরে দুষ্টু মেয়ে পল্লী মায়ের
তুমি মা মা ডাকে দুঃখ ভুলানিয়া
তুমি রোদ, তুমি বৃষ্টি সবুজ গাঁয়ের
তুমি কৃষক বাবার স্বপ্ন জাগানিয়া।


তুমি কিশোরী, তুমি ফুল মেঠোপথের
তুমি স্বপ্নে আঁকা পরী কোন কিশোরের
তুমি মোহনার জল, তুমি বাবলার ফুল
তুমি রূপালী প্রতিক নব- যুগান্তরের।


তুমি যুবতি, তোমার রূপে অথৈ ঢেউ
তুমি হতাশার সাগরে আশ্রয়ের ভেলা
তুমি নতুনের ধারা- মা নতুন কুড়ির
তোমার মাঝে ফোঁটে স্রষ্টার সৃষ্টি খেলা।


তুমি বিদ্রোহ, তুমি মিছিল
তুমি সংগ্রামী তোমার দাবি আদায়ে।
তুমি রাস্তার মোড়ে রঙিন মোড়কের সুখ
তুমি ক্ষত কোন দূর্ভাগা যুবক হৃদয়ে।


যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি নারী
তুমি হায়েনা, তুমি দশমীর পূর্ণ চাঁদ
তোমার অমাবশ্যায় সভ্যতা জমাট
তুমি জীবন, তুমি মরণের ফাঁদ।


যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি নারী
মানবতার জন্যে তুমি সবচেয়ে বেশি নারী
সৃষ্টির রহস্যে তুমি আধেক ঈশ্বরী।


২৮. ১২. ২০১৭ ইং
কালাচাঁদপুর, ঢাকা