তার স্বচ্ছ দু’নয়নে----
আফ্রোদিতি তাকিয়ে থাকে নয়নাভিরাম,
তার রূপে মন্ত্রমুগ্ধ নগণ্য আমিও
হৃদয় খুবলে লিখেছি তার নাম।
আকাশ- মাটি- পৃথিবীর তলে
এত রূপ কেমন করে?
পৃথিবী শোকাহত তার নয়নের জলে
আমি দুঃখ নিতে পারবোনা আর;
ঈশ্বর ব্যর্থ বদলাতে এ পোড়ামন
আজ শুধু বুক ভরা দীর্ঘ্যশ্বাস
কাঁদতে পারবো যুগ- কাল, ক্ষণ
কান্নায় কি ফেরে জীবনের উচ্ছ্বাস?
হাসির ফাঁকে দুঃখ লুকিয়ে থাকে
জীবন চলতে থাকে স্রোতের অনুকূলে,
পাথুরে হৃদয়ের এই পৃথিবীতে
জীবন ভরে যায় শোক- তাপ, ভুলে।