একটি স্বপ্ন একটি দহনের ইতিহাস।


কোঠরাগত দু’টো চোখ স্বপ্ন দেখে
স্বপ্ন দেখে লাল- সবুজ আর জীবনের।
দিগন্ত জোড়া স্বপ্ন সাতরঙা রংধনু মেখে
উড়ে বেড়ায় নীল আকাশের বুক জুড়ে।


একটি স্বপ্ন একটি বিবর্তনের নাম
একটি স্বপ্ন একটি জাগরণের জনক
একটি স্বপ্ন একটি নতুন যুগের নাম
একটি স্বপ্ন একটি দেশের মানচিত্র।


একদল সৈনিক পারেনা স্বপ্ন রুখতে
কোন বাঁধ রুখতে পারেনা স্বপ্ন জোয়ার
কোন হাতিয়ার পারেনা স্বপ্ন ভাঙতে
কোন বাঁধ রুখতে পারেনা গণজোয়ার।


একজন আসাদ, একজন নূর হোসেন
প্রতিটি মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনা,
যেন আবক্ষ মূর্তি- যেন ফসিল স্বপ্নের।


একটি স্বপ্ন একটি দহনের ইতিহাস---
যেন লাল- সবুজের পতাকা; যেন মুক্ত মানচিত্র।