ইন্দ্রিয়ের পরতে জমা গত জন্মের ঘৃণা
ঘুনপোকার মতো নিরন্তর খাচ্ছে জীবন,
চান্দের জোয়ারেও আঁধার মন- মহল
জীবনের আকাশে জমে শূণ্যতার মেঘ।
ভালোবাসার নদে জোয়ার এলে,
মনের দুয়ার বন্ধ করবো; দু’কানে তর্জনী ঠেসে
আমৃত্যু অপেক্ষার প্রহর গুনবো।
দেবতার পুজো বন্ধ হলে,
থেমে যাবে কালের কোলাহল,
কির্তন, রথের মেলা আর জুয়ার আসর।


সূর্যকে ঘিরে অবিরত চলে সৌর দিনের খেয়া,
কালের বক্ষে ঢেউ ভেঙে যায় জীবনের দেয়া নেয়া।