নিয়ন আলোর রাজপথের বাঁকে
সস্তা প্রসাধনির চাঁদরে মোড়া প্রাণ,
অঙ্গভঙ্গি কিম্বা চোখের ডাকে
লজ্জিত অথবা লোলুপ জনগন।


বেশ্যা কী চায়?
জানেনা সে নিজেও; জানে ক্ষুধা,
ধর্মের বিধিতে কিবা আসে- যায়
পেটের দায় নয় যৌনতার সুধা।


দিনের আলোতে ভাঙ্গে শরীরের হাট
রোদের মাঝে ডুবে রাতের পাপ,
জীবণের ঘড়িটার নেই কোন বিরাম
বেশ্যার চোখে তাই হয় নাকো শরম।


যৌবনের শেষে বল থাকে কী সত্তা,
বেশ্যার মুখে ত্রান দেবে কোন কর্তা?