মনে প’ড়ে বর্ণালী,
সে’বার রাস পূর্ণিমা রাতে
জ্যোৎস্নার কোলাহলে কি বলেছিলে?
মনে প’ড়ে সেই পূর্ণিমা চাঁদের কসম?


আমার মনে প’ড়ে,
জ্যোৎস্না ধোয়া সেই রাস রাতে
তোমার রং বদলানো মায়াবী মুখ,
আবেগ আবেশে থরথর দু’টো ঠোঁঠ,
মনে প’ড়ে তোমার স্বপ্ন মাখা দু’চোখ।


আমি স্পষ্ট অনুভব করেছিলাম, সে’রাতে
চাঁদের বুকে ও সুপ্ত আছে সঙ্গমের নেশা,
তোমার দু’চোখে ছিল স্বপ্ন ভাঙার ভয়--
আমি বুঝেছি সে’রাতে চাঁদ ও চোখের ভাষা।


মনে প’ড়ে বর্ণালী,
আমি পাথরের মুর্তির মতো নিথর ছিলাম
আমার কন্ঠ অবরুদ্ধ ছিল নিষ্ঠুর বাস্তবতায়,
প্রেম কূলহারা ছিল নিথর প্রেমিকের কাছে
প্রেম মিথ্যা হয়েছিল বাস্তবতার সত্যতায়।


আজ আমার মনে প’ড়ে,
বাড়িয়ে দেয়া মাংসল দু’হাতের আহ্বান,
কাঁপা গলায় স্বপ্ন বোনার গোপন কথা।
আজ আমিও স্বপ্ন বুনি মিলায় শূন্যতায়
আমাকে আকড়ে ধরে নীলাভ বিষন্নতা।


আমাকে তুমি দিয়েছ স্বপ্ন বোনার সুতো
সে’যুগে স্বপ্ন বুনেছো তুমি আর তুমি মিলে
আমি আজন্ম ছিলাম নিঃস্তব্ধ- স্বার্থপর
বর্ণালী, হয়তো তুমিও স্বার্থপর ছিলে।