এলো বসন্ত ফুটিল ফুল
গাছে গাছে পাখি ডাকে
গুন গুনানি গুন ৷


চলে গেল হীম বুড়ি
কি যে আনন্দ,
ভালো লাগে সব কিছু
নেই তাতে দ্বন্দ্ব ৷


ভোর বেলায় জেগে শুনি
সুরেলা কন্ঠ,
তাই দেখে শিশুরাও
কত পায় আনন্দ ৷


পাখিরা দল বেঁধে
উড়ে যায় প্রান্ত,
অনেকে দেখিয়া মনে
লাগে কত শান্ত ৷


কুহু কুহু ঘুহু ঘুহু
এসময়ের সুর,
কোকিলের গান শুনি
দূর বহু দূর ৷


গাছে গাছে পাতা ঝরে
নতুন হয়ে জাগে,
বিন্দু বিন্দু মুকুল ধরে
সবুজ পাতার ফাঁকে ৷


দেখে দেখে কেটে যায়
চৈতালি লিলা,
ভেঙে যায় চোখ ধাদানো
পাক-পাখালির মেলা ৷