আমি বাঙ্গালী কন্যা চাই-
যার জন্ম হবে,
খেটে-খাওয়া মানুষের নীড়ে।
যার পায়ে থাকবে,
বাঙ্গালীর নুপুর।
যার হাতে থাকবে,
লাল-নীল ছুড়ি।
যার নাকে থাকবে,
বাঙ্গালী কন্যার প্রতীক।
যার কানে থাকবে,
ঝুমকো লতা।
যার চোখ হবে,
দীঘির জলের মতো।
যার মাথায় থাকবে,
ঘন কালো রেশমি ছুল।
যার চোখের পাতায় থাকবে,
হালকা কাজল।
যার কপালে থাকবে,
টুকটুকে লাল টিপ।
যার কন্ঠ হবে,
কোকিলের মতো।
যার কথা হবে,
মধুর মতো।
যার মন হবে,
পৃথিবীর মতো।
যারা পড়নে থাকবে,
হলুদাভ নীল শাড়ি
যার আচরণ হবে,
বাঙ্গালী কন্যার মতো।
আমি এমন একটা-
বাঙ্গালী কন্যা চাই,
বাঙ্গালী বধূ চাই।।।।।।