আজ ও তোমায় খুজি
ইয়াফি তালুকদার দিপু


ধুশর মেঘের বেলায়,
আজ ও তোমায় খুজি,
অকাশের ওই নীল নীলিমায়,
আজও তোমায খুজি।
সারাক্ষন আমার এই মন বলে,
এই তুমি এলে বুজি।


যখন থাকি একা,
খুজি তোমার দেখা।
পাখিরা গান গায়,
নদীর ডেউ অপন মনে বয়ে জায়।


যখন একা থাকি,
আকাশের পানে তাকিয়ে থাকি।
তুমি কী আছো সেথায়,
আকাশের ওই নীল নীলিমায়।


যখন একা থাকি,
পুল ঝরে পড়ে,
পাতা গুলো হাওয়ায় নড়ে।
যদি একটু হয় শব্দ,
হ্রিদয় হয়ে যায় স্তব্দ।
শুধু মন বলে,
তুমি এলে বুজি,
স্বপ্ন পরির চলে।


স্যত্যি বলছি,যখন একা থাকি,
তোমার পানে,তুমি আসবে বলে পথ চেয়ে থাকি।