মাঝে মাঝে তোমার পিছু
হাঁটি কেন জান?
তোমার চুলের গন্দ্ব শুকবো বলে।
মাঝে মাঝে তোমায় দূর থেকে-
লক্ষ করি কেন জান?
তোমার হাঁটার ধরন,দরে হাঁটব বলে।
মাঝে মাঝে তোমার কাছে আসি কেন জান?
তোমার সাথে কথা বলব বলে।
মাঝে মাঝে তোমার দিকে
-তাকিয়ে থাকি কেন জান?
তোমার চোখে আমার চোখের পেলব বলে।
মাঝে মাঝে রাস্তায় দারিয়ে থাকি কেন জান?
তোমায় একটি বার দেখব বলে।
মাঝে মাঝে তোমার সামনে হাঁটি কেন জান?
তুমি আমার দিকে তাকাবে বলে।
মাঝে মাঝে তোমার শরির ঘেঁসে-
দারিয়ে থাকি কেন জান?
কারন তোমার শরিরের গন্ধ শুকবো বলে।
এত কিছু করি কেন জান?
সুধু তোমায় ভালবাসি বলে।
আমি তোমার একটু ভালবাসা পেতে চাই,
তোমার ভালবাসা ছারা,
এ দরায় আমার কিছুই পাওয়ার ইচ্ছা নাই।