আজ হাঁসছে চুপিসারে নভোমনী,
শুনে তোমার মুখের ধ্বনী।
আজ হাঁসছে নদীর কূল,
শুনে তোমার কথার একটু খানি ভুল।
আজ হাঁসছে আকাশের তারা,
শুনে তোমার কথার দ্বারা।
আজ হাঁসছে বনের পাখি,
দেখে তোমার কাজল কালো আখি।
আজ হাঁসছে নদী-মুখ,
দেখে তোমার একটু খানি শুখ।
আজ হাঁসছে দেখে সবাই তোমার ভঙ্গিমা,
দেখে তোমার মুখের লজ্জার লাল রক্তিমা।
আজ হাঁসছে মদগুর,
দেখে এমন রুপের হুর।
আজ হাঁসছে চটক,
দেখে তোমার রুপের পটক।
আজ হাঁসছে দেখে সবাই-
আমার প্রতি তোমার অবহেলন,
বলা-বলি করছে সবাই-
কবে হবে ওদের মিলণ।।।