ইচ্ছে ছিল,কোন এক জোস্না স্নাত রাতে,
চঁদের মিষ্টি আলোতে তোমারা মুখ খানি দেখব।
ইচ্ছে ছিল,তোমাকে সম্রাজ্ঞী করে,
একটি সুখের সম্রাজ্য গড়ে তুলব।
ইচ্ছে ছিল,তোমার ওই কোমল হাতে হাত রেখে,
সারাটি জীবন কাটিয়ে দিব।
ইচ্ছে ছিল,তোমার ওই রেশমি চুলে,
এক গুচ্ছ গোলাপ বেধে দিব।
ইচ্ছে ছিল,তোমার সাথে বসে,
সমুদ্রের মাতাল ডেউ দেখব।
ইচ্ছে ছিল,তোমায় সাথে নিয়ে,
ভালবাসার পৃথিবী নির্মান করবো।
ইচ্ছে ছিল,তোমায় সাথে নিয়ে,
জীবনের সেস হাঁশি'টা হাসবো।


কিন্তু তা'আর হলোনা,
কারন,
আজ ইচ্ছে আছে,আমি আছি,
সুধু তুমি নেই!