শিরোনাম: শূন্য
কলমে: আক্তার হোসাইন
তারিখ: ২৯/০৮/২০২২
"শূন্য"
শূন্য আমার হৃদয় ভূমি
শূন্যে চরাচর
শূন্যের মাঝে জেগে রয়
আশার বাতিঘর।
শূন্য সেতো শূন্যই শুধু
চারদিক হাহাকার
কত শূন্যের পদতলে রয়
স্বপ্নরা নির্বিকার।
শূন্য হাসায় শূন্য কাঁদায়
শূন্য তিতামিঠা
শূন্য তরেই মিশে রয়
ভালোবাসার শিঁটা।
শূন্য আমার পরম পাওয়া
শূন্যতে শুরু
শূন্য থেকে চলতে আবার
সহিলাম দুরূহ।
অর্থ শূন্যে জীবন হন্যে
হয়েছিল কত
শূন্যটাকেই পূর্ণ করতে
স্বপ্ন বাঁধি শত।