আসছি আগরতলায়,
শুনেই যেন মনটা আমার
ঘুরছে নাগরদোলায়।
              
                     কবির মিলন মেলা,
                     ছটফটানি, নির্ঘুম রাত
                     মনে হোলি খেলা।
উদাস কেন মন?
রাত কাটেনা, দিন কাটেনা
আরও কতক্ষণ?


                       আসছি বন্ধুকবি,
                      এক ফ্রেমে বাঁধবো এসে
                      সবার মনের ছবি।
রাত পেরিয়ে ভোর,
স্বপ্নে দেখি এপার-ওপার
দু-পারই আজ মোর।


                        আগরতলায় তথা,
                        বলবো এসে মনের মাঝে
                        জমাট বাঁধা কথা।
প্রীতি স্মারক লেখা,
আসছি বন্ধু আগরতলায়
আবার হবে দেখা।


"বাংলা কবিতা স্মারক"