বৈশাখে
ওই ডাকে
রমনায় ঝাঁকে ঝাঁকে
বাঙাল, বাঙালি,
           মেলে পাখা
            হাতে শাঁখা
            সিঁদুরের রঙে
             মনটাকে রাঙালি।


ঢোল আর ঢাক বাজে
হুতুম পেঁচার সাজে
বাঁশি আর সুরখানি,
              আনন্দ মাত্রায়
               মঙ্গলযাত্রায়
               অতীতের হাতছানি।


পান্তা ভাতে মিশে
শুকনো মরিচ পিষে
কচি কলার পাতায়,
                সপাৎসপাৎ
                স্বাদে তফাৎ
                 ইলিশ মাছের মাথায়।


খাইতে আসা
গুড় বাতাসা
চিনির কদমাখাজা,
               বিচি কলা
               মুড়ির মলা
                ভুট্টার খৈ ভাজা।


বৈশাখ আমার
কুমার-কামার
তাদের থালা বাসন,
                ঢোলক বাজে
                 সঙ সাজে
                  কীর্তিনীয়ার ভাষণ।


নাগরদোলা
চড়কিতলা
মেলার মধ্যখানে,
               বায়ু শোঁ শোঁ
               প্যাঁ প্যাঁ, পোঁ পোঁ
                বাঁশির শব্দ কানে।


উড়ছে ধুলো
পথিক গুলো
দিচ্ছে কারে ডাক?
               শৈশব আসুক
                স্মৃতি ভাসুক
                 পহেলা বৈশাখ।