হাজারো কোটিপতি আলেম
হাদিস শোনায় ধর্ম-জাতে,
তাদের মেয়ের বিয়ে দেয় না
এতিম, মিসকিন ছেলের সাথে।
          
                    তাদের ছেলেরা বিয়ে করে না
                    রিকশা ওয়ালা বাপের ঘরে,
                    হাদিস শুধু জানেই তারা
                    কয়জনে তা পালন করে?


দয়ার নবি এতিম ছিলেন
খেতেন দু'খান খুরমা-খেজুর,
এক পাতিল ভাত একাই ফুরায়
এখনকার সব বয়ান হুজুর।
                  
                     গান গাওয়া পাপ, নাচ করা পাপ
                     বাংলা লেখাপড়াও পাপ,
                     ডাক্তার হওয়া, মাস্টার হওয়া
                     এটাও নাকি অভিশাপ!


সবাই হাজী হারাম খায় না
স্বচ্ছ সবার ভুড়ি,
কার বাপেরা কার ভাইয়েরা
দেশটায় করছে চুরি?
                      
                       কে যাবে বেহেশত খানায়
                       কে যাবে দোযখে,
                       মরার আগেই সিদ্ধান্ত দেয়
                       বকধার্মিক সব লোকে।


ধর্ম নিয়ে আবেগ সবার
ধর্মের মাতোয়ারা,
আল্লায় বিচার করার আগেই
বিচার করে তারা।
                       দুই দিনের দুনিয়া নাকি
                       কালকেই কিয়ামত,
                       দরকার কিসের কর্ম তাদের
                       কিসের ভবিষ্যৎ ?


রমজান মাসে অমুক তারিখ
উত্তপ্ত হয় দেশ,
বিকট শব্দে আওয়াজ করে
দুনিয়া হবে শেষ।

                      করোনা?  আরে..না!
                      সে-তো বিধর্মীদের গজব,
                      দিনশেষে তারা নিজেরাই মরছে
                      এমনই সব আজব।


ধর্ম নিয়ে বাড়াবাড়ি
ধর্ম নিয়ে জেদ,
ধর্ম শিক্ষা দিতে গিয়েও
জাতে ভেদাভেদ।
                
                      আগে মানুষ, মনুষ্যত্ব
                      তারপর হোক ধর্ম,
                      কুরআন শুধু মুখস্থ নয়
                      জানতে হবে মর্ম।


ধর্ম শিক্ষা দিতে যেমন
আরবির প্রয়োজন,
জেনারেল শিক্ষায়ও বাধ্যতামূলক
থাকুক গ্রাজুয়েশন।