ঘুম ভেঙেছে পাখির ডাকে
ভোর হয়েছে নাকি?
              সূর্য মামা জাগার আগে
              ঘরের মানুষ ডাকি।

সবাই যাবে কাজের তাগিদ
দেহ পুড়ে মাঠে,
              জেলের জালে আটকা মাছ
              খতম পাড়ার ঘাটে।

মা চাচী'রা ধান শুকিয়ে
রাখে গোলা পুরে,
              রাখাল দুটি বাছুর নিয়ে
              মাঠে মাঠে ঘুরে।

নদীর পানি গায়ে মেখে
ডুব দেয় ছেলেবেলা,
              গাছের ডালে দোয়েল নাচে
              আহ,কি আজব খেলা।

দিনের আলোর শেষ প্রহরে
সবাই ফিরে বাড়ি,
              পথের বাউল সুর তুলেছে
              হাতে নিয়ে তারি।

চাঁদের আলো উঠান জুড়ে
গল্প শোনায় দাদু,
              মৃদু আলোয় জোনাক জ্বলে
              ধ্যান করছে সাধু।