একদিন আজরাইল এসে বলবে, চল বেটা যাই,
অনেক তো সুখ করলি,আর মেয়াদ নাই।


হায় হায় বলেন কি, এখনো স্বপ্ন পূরণ বাকি,
আমায় একটু সুযোগ দেন, আর কিছুদিন থাকি।


চুপ বেটা কিসের সুযোগ, বেলা হয়েছে পার,
আমি হলাম হুকুম গোলাম, সময় দেই না ধার।


হাতে ধরি পায়ে পরি, আমায় নিবেন না ধরে,
পরিবার টা দিক হারাবে, আমি মরার পরে।


আগে তোমার ধ্যান ছিল কই, করছো কেন হেলা,
অস্থায়ী জীবন নিয়ে, কেন করেছো খেলা।


তওবা করার সুযোগ চাই, যদি আল্লাহ হয় রাজি,
আমার তো ইমান আছে, করেছি ফাঁকি বাজি।


দিক হারানো বান্দা তুই, কবর ডাকছে তোরে,
ঘড়ির কাটা বন্ধ হলে, নিয়ে যাবো ধরে।