ষাট বছরের বুড়ো আমি
আমার আবার কিসের ঈদ?
বৃদ্ধাশ্রমে চার দেয়ালে
কেউ দেয়নি পায়েশ ক্ষীর।


স্মৃতির বাতাসে মনে উৎসব
রমজান শেষে এলো ঈদ,
চোখ ভাসে অশ্রু জলে
মুখ লুকাবো কোন দিক?


আপন স্বজন যারাই ছিল
কেউ নেয় না আমার খোঁজ,
উঁচু দালানে হলো না ঠাঁই
আক্ষেপ হয় আমার রোজ।


খোকা তোর কি মনে পড়ে?
ঈদের সেই দিনগুলো, নতুন জামা, সেমাই,পায়েশ,
মায়ের হাতের রান্না,
ঈদ সালামি পাওয়ার জন্য করতি কত বায়না।


আমার খোকা মানুষ হবে
ডিগ্রি ঝুলছে গলায়,
ঈদের দিন খোকা ভুলে যায়
আমি ঘরবন্দি তালায়।


বছর ঘুরে আসবে ফিরে
খুশির ঈদ সবার,
খোকা তুই ফিরে আয় বুকে
দেখবো তোরে আবার।


ওরে খোকা তুইও তো বাবা
হবি কি ঘর ছাড়া,
অপেক্ষা করি কোন এক ঈদে
পড়িস বৃদ্ধাশ্রমে ধরা।


দু'মুঠো ভাত একসাথে খাব
হাত বোলাবো মাথায়,
টলমলে চোখ অশ্রু গড়িয়ে
লিখছি স্মৃতির পাতায়।