চারপাশ এখন নাকি আতঙ্কের কারণ
জানতে চাইলাম বয়সটা হলো বুঝি ৪০!
রেলগাড়ির যেমন ধাক্কা লাগায় ঠিক
তেমনী সহ্য করা নাকি ভীষণ কঠিন;

সেই প্রান্তেই দাঁড়িয়ে আছি- প্রচন্ড ধাক্কা
লাগছে-এমন কি আমার কবিতাগুলোকেউ-
এই আতঙ্কের নদী পর হতে পারব কি না
বড় সংশয়- দম এই আছে -এই নাই-

অতঃপর এ অল্প পরিসরে অল্প সময়ে-
জ্ঞান হারাতে চাই না- ধাক্কা লাগুক না হয় ৮০
কিংবা ১০০! আাকাশটা শুক্ত থাকুক যত
আতঙ্কের সংশয়, স্বচ্ছ- না হয় ৪০ এর ধাক্কা।

০৯ কার্তিক ১৪২৬, ২৫ অক্টোবর ২০
-----------------------------------