==================
ঈশ্বর ডগায় ভয় শূন্য ভেবে
পশুশিকার করছো মানুষ !
হায় ভগবান- এতো আইন কানুন-
এতো ধর্ম কর্ম-
ভাবছো না তবু মানুষ
-ভাবছো শুধু গুমটি ঘরে ফানুস!


দেহমন সদায় বানাছো -
মৃতুঞ্জয় করছো খরীত-
আকাশ ভাঙ্গবে - অগ্ন্যৎপাত হবে;
দেখার রবে না কেউ
কাকের শ্মাশন হবে-
কা কা ডাকের তুলবে না ঢেউ;


ফসল মাঠে জলারণ্য, ভাবোনা -
রাখবে না কার খবর-
থাকবে না আর বাতিঘর,
ভয় শূন্য ডগায় ধু ধু বালুচর;
হার ভগবান -হায় ঈশ্বর-
একি ধরণীর চোখে একেমন নশ্বর।
০৫-০৬-১৮
------------