=====================
মাটির গায়ে পূবালী বাতাস বয়েই চলছে;
আপন চলচিত্ত রূপে কিংবা বিষাক্ত গুণে
তবুও সাদা পায়রাদের আর্তনাদ মিশে না
মুক্ত হাওয়ার স্বাদ শুধু গা শিংরে উঠে-
শিংরে উঠে আপনারে আপন কে বা চিনে;


চিনা দেহে হায়না রূপে কতবার সহবাস
এ জনসমুদ্র কাঁদছে শ্মাশনপুরে বার বার
বেঁধেছে জমাট বাঁধা বরফে দলছুট সংসারে
সোনার হরিণ গেয়ে যায় গান আপন চিত্রে।
০৩-০৭-১৭
--------------