====================
আবেগী সময় এখন দেখছি রাত-
দেখছি প্রভাত- তবুও ফুরায় না
আগামী কাল অথবা পরশু দিবারাত্র;
আবেগী সময় এখন- হাসতেও জানে না,
কাঁদতেও পারে না- তবুও চলছে
ঝরা পাতার মত- এতো নিঠুর
নিয়তির মাঝে রেখে বাসনা।


আবেগী সময় তুমি থেমে যাবে
নিয়তির সময়ে- আকাশে রবি শশী
থাকবে না- এক নতুন রঙিন ঠিকানা-
আবেগী সময় এখন- খুব চিনা-
অতিথী পাঠশালা- তবুও শিখলে না;
ঘড়ির কাটার মতো ঘুরা কিংবা
ঘুড়ির মতো উড়া- এতো আবেগী সময়
খুব কাছাকাছি ঘুমন্ত বিছানা।


২৫ মাঘ  ১৪২৬, ০৮ ফেব্রুয়ারি ২০
--------------------------------