================
সবাই কত দূরত্বের মাঝিমাল্লা-
তাই দূরে ই থাকি একলা;
মার শালা রক্তচুষা পিটে দাগ !
চোর কি শুনে বাবা ধর্মের বাক?


এভাবেই প্রণয় বয়ে যাক- যাক
যেখানেই আকাশ মাটি রক্তাক্ত-
সেখানেই ভক্ত -এই ভাবেই বয়ে যাক!
অভাবে ই বুঝি এই হলো স্বভাব নষ্ট -
কারা আছে স্বার্থপূর্ণ পাওয়ার কষ্ট !


মানবতা মুখের কথায় চুলকানি
বিবেক বুদ্ধি চিন্তা চেতনা শুধু ঋষ্ট-
তবুও আমরা বলছি- মানবতা !
মানবতায় পরম ধর্ম কর্ম- থাক
থাক বিরক্ত হয়েছে বলা ! যথেষ্ট;
প্রণয়ের নীলমন্ত্রে জ্যোতিরত্ন-
রক্ত ভক্ত এই ভাবে বয়ে যাক।
০৪-৮-১৮
---------