প্রাণটা এখন হাইফাই
ঘূর্ণি ঝড়ে বাড়িতে যাই;
শুনছি মোখা আসছে পিছু
পিছু- চোখ কানা মনভিরু!
মোখা আছিস না শুধু শুধু
ভয় পায় না জঙ্গলার কদু কচু
নাও ভাসে মহাসমুদ্রে, তুই
আসলে হবে না বুড়ো থুথুরে
জন্ম থেকেই জলে খেলা-
কাঞ্চেগাড়িতে বালুর মেলা
মনটা থাকে ফুরফুরা, ভয়ে
পালা আছিসনে তুই মোখা;
টিনের চাল নেই রে এখন
ইটের দেওয়াল সারি সারি।


২৬ বৈশাখ ১৪২৯, ০৯ মে ২৩