আদি গন্ধ নিয়ে, এখন ছুটছে
স্মার্ট নেশায় রাতদুপুর নির্ঘুম!
জ্বলছে আলোর প্রদিপ; একটু
শুন আদি কথা- সময়ে পার ঘুম
প্রশান্তি দেখো এ কাল- সে কাল
জেগে তুলো ধেন জ্ঞান,মলিন সব
ইতির স্পর্শ হবে আলোকিত সজল
উদ্ভূত ধূসর মৃত্তিকার হাসি কান্না;
এখন আর লেগে থাকে না আদি মন
গন্ধ বাহারি নাক, চোখ রক্তিম মাঠ।


২৬ শ্রাবণ ১৪৩০, ১০ আগস্ট ২৩