সবুজের ঘেরা প্রতি নিয়ত করছে স্নান
আমার রক্ত ঝরা মার্চ হয়েছে অম্লান
শুনিয়েছিল এ আমার স্বাধীনতার গান!
মুক্তির নিশান পত পত করে উড়ে প্রাণ;


কোথায় আজ- স্বাধীনতার তাজ
ঠোঁট চেপে রেখেছে, রঙিন সাজ!
তবে কেনো কবিতারা করছে আর্তনাদ-
একেমন অম্লান গায়ে কণ্ঠে অগ্নিঝরা মার্চ।


১৭ ফাল্গুন ১৪২৬, ০২ মার্চ ২১
----------------------------------