তুমি আগুন- আগুন
আমি শীতল বাতাস
ফুর ফুরে জ্বল, আর
আমায় লাগে ভাল ভাল;
তুমি অথৈ পানি
আমি শুধু  ঢেউ
বর্ষা ছাড়া জমে না
জমে না বালুচর কেউ;
তুমি সময়ে চেতনা
আমি জুড়ে বেদনা
আসে না আর ফাল্গুন!
মনতে জ্বলে আগুন আগুন।


১৬ শ্রাবণ ১৪৩০, ৩১ জুলাই ২৩