পাখিদের চঞ্চলতা
শুধু দিগন্ত জুড়ে-
মেঘ ছুঁইতে ইচ্ছে করে
সবুজ সোনালি মাঠ ঘুরে
দু’পায়ের দৌড়ে দৌড়ে
অবশেষে ক্লান্তি ফেরা নীড়ে;
সঞ্চয় আহার মুখে, কি আনন্দ হাসি
কষ্ট বুকে ভাবছে আর ভাবছে
ক্ষুধার্ত বুঝি বাচ্চাটার পেটে;
অথচ শিকারীর আঘাতে রক্তাক্ত
এটাই স্বার্থহীন প্রণয়ের শিকরে
পাখিটা না ফেরা দেশে।


১০ মাঘ ১৪৩০, ২৪ জানুয়ারি’২৪