এক আবেগ অনুভূতি আর
উপলব্ধির গন্ধ নিলো না
কি পাষাণ ধর্মলয় মানুষ;
আশপাশ কবর দেখে না
কি মাটির প্রণয় ভাবে না;
এই হলো বাস্তবতা আর
আবেগ, তাই না শুধু বাতাস
গায়ে লাগে না, মন জুড়ায় না
বলো দেখি পাগল বলতে-
বাঁকি থাকলো কোথায়- এভাবে
সংসার ধর্মলয় বলে না-
লজ্জা কিংবা অহমিকা পাগলা।


০৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল’২৪