কয়েক যুগ ধরে খুঁজেই চলছি
শুধু এক পশলা বৃষ্টির ছোঁয়া;
অথচ কি নিঠুর দাবদাহ-
পুড়েই যাচ্ছে- মন দেহ!
এক গলা ছেড়ে ডাকছি কত,
আয় বৃষ্টি- আয় আয় বৃষ্টি
ভেজে দিয়ে যা তাপপ্রবাহ
শীতল কর সমস্ত দাহ;
আয় বৃষ্টি- আয় বৃষ্টি আয়-
মেঘের স্নানে কালবৈশাখী।


১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল’২৪