========================
ঐ যে কত আইল পাথার দেখছি!
বন্ধ জানালার ছিদ্র, হাওয়ায়- হাওয়ায়
আজও নাক কানা গন্ধটুকু পাই;
তবুও দিগন্ত ছুঁয়া- বর্ণচূড়ার হাক
আওয়াজ তুলে হায়, এক বুক ভিজা দুর্বাঘাস।


আজও জানলো না, প্রজাপতিরা
কি ব্যথা- যেনো মাথল মাথায় শ্রাবণ মাস
কি মায়া ভিন্ন ভিন্ন অথচ মাটির গন্ধ ছুঁয়া
একই ছন্দ- অতঃপর আজও দেখছি
সীমানা চত্বর মিছিল আইল পাথারের রাজ।


১৩ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ ডিসেম্বর ১৯
----------------------------------------