======================
এ জল- সে জল -জলের মধ্যে
কোন জলে আমি-
খুঁজিতে খুঁজিতে বৃদ্ধ হলো
মানব জমিনের কলকাটি-
জগত সংসার জানিতে ধারা-
কেউ বলে মাটি কেউ বা বলে মাংসপেশী!
ধর্ম আমার অধর্ম হলো মানবতার মুখে চাটি।


জল গড়াগড়ি সংসার গড়ি আমরা
বানভাসী আবার পাই সুখ-
আউলা ঝাউলা বালুচরে রাখে মুখ-
পলি ভাবিতে ভাবিতে শ্মাশন ঘাট-
দুর্বলা সবুজ ঘাসের মাঠ-
দেখিতে দেখিতে জীবন মুরভূমি
কোন হাটবাজারে ছবির হাটে আমি;


আমার আমিত্বে পাগল সবাই-
আসল পাগল কই পাই-
সবাই হলো জলের পাগল-
আমি হইলাম কোন পাগল কানাই-
কানাই ধানাই মিলে হয় জল-  
চল এ জলে-চলিতে চলিতে মিছিলের বহরে
দেখা হয় একবারি সারাবছর ঘুমায় মাটির বাড়ি।


১৮ ভাদ্র ১৪২৬, ০২ সেপ্টেম্বর ২০
------------------------------------