ভাবছো দূরের আকাশ
ইচ্ছে করে শুধু চাঁদ ছুঁই-
বসি তারার পানে মৃদু চাই বাতাস-
সু-গন্ধী হাওয়া উড়ে বুঝি না তো আর-
এতো কাছে আকাশ- বুঝি না তো আবার।


ভোরের পাখি গান গায়,
ফুল ফুটে সূর্যমুখী- শ্যাস শ্যামল সবই দেখি;
নদীর ঘাট- সোনালী মাঠ- আরও দেখি
মেঠো পথের ধূলি-
শুধু অনুভূতি ছুঁয়ে যায়
মুঘপাড়ানির খাঁট-
ভাঙ্গে না স্পর্শে থাকা রাত।


এখন কেনো ইচ্ছাগুলো দুরন্ত কোন ভয়
পূর্ণিমার রাতে নেই কোন জয়-
আমার ঠিকানা তোমার চোখে নয়-
তোমায় খুঁজে না পাওয়ার ঠিকানা আমার বড় পরাজয়-
তবুও পৃথিবী আমার কাছে ঘুরে আসে না এক বার।


০২ মাঘ  ১৪২৬, ১৬ জানুয়ারি ২০
--------------------------------