আমি আকাশ নাড়ি
পূর্ণিমা রাত ধরি-
আঁধার আমাকে ছোঁয় না
তবু একাই ঘুম পারি!
পোকা মাকড় খায় না
ইস তোকে দেখি না;
আদুরি মাটি দেখো-
দুর্বলা ঘাস একটু ভাব;
জোনাকি আমি নই
এটাই সত্য যে- আকাশ
নাড়ি- পূর্ণিমা রাত ধরি-
এটাই আমার একাকী নেশা।


৩০ কার্তিক ১৪৩০, ১৫ নভেম্বর ২৩