==================
ভুলেই গেছো দিগন্তের মাঠ ভিটা
ভুলেই গেছো বাড়ির সমনে বিলটা
বিলের ধারে শাপলা ফোটে ভালই
লাগতো সাদা- সাদা- ময়না মায়ের
কলাগাছের ভেলা ভাসানো জলের
সাথে ভালই লাগতো সাদা- সাদা।


মাঠ ভিটা এখন পরিবর্তন দৃষ্টির
রেখার বাহিরে- বিলের বুকে বাঁধ
বেধেছে লম্ব আকারে; শাপলা ফুল
জলশূন্য ব্যাকুল- সবুজ ঘাসে ব্যথা
জমেছে- দূবর্লা ঘাসে মরীচিকার ধুলো
ধরেছে- তবুও ভুলিনি আকাশ ছোঁয়া
সাদা মেঘের গুড়গুড় বৃষ্টিবাদল মাথায়
রাখা ছাতা-ফিরে পাবার ইচ্ছাঘুড়ি দৃষ্টিনন্দি
ভালই লাগতো আকাশ ছুঁয়া, সাদা-সাদা।


৩০ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ১৯
-----------------------------------