--------------------------------------------
তুমি আর আগের মতো আকাশ দেখনা-
মেঘের চিরল পাতার গন্ধ পরশও নাও না
দেখবেই কেনো; এখন তো আকাশটার বুকে বৃষ্টি-
তুমি আর আগের মতো আকাশ দেখনা;


ভিজতে চেয়েও- ভিজলে না- মেঘ জুড়ে বজ্রপাত-
জানি সেই বজ্রপাতে কখন চমকে উঠবে না;
কিন্তু মাটির বুকে পোড়া ছাইয়ের গন্ধ লাশ
ছুঁয়ে থাকলো অন্তকাল, ইচ্ছে হলেই জল ছোঁইবো-


তারার সাথে করব মিতালী - তুমি তখন মেঘ দেখবে না?
আঁধার দেখো -অমাবস্যা দেখো- দেখো ঘাসফড়িং গায়ে চাঁদ।
০৭-০৫-১৮
--------------