যে জিনিসটা এক সময় খুব প্রিয় ছিল
একটা সন্ধে না হলে বিষণ্ণতা ছড়ে যেতো আকাশ মুখি!
কিছুদিন আগে থেকে সেই প্রিয় জিনিসটা
একে বারে ছেড়ে দিয়েছি! ইচ্ছা ঘুড়ি মনেই হয় না তার কথা;
মানুষগুলো দুমকে টানছে ধোয়া উড়ছে
কিছুই মনে হয় না। আবার মাঝে মাঝে ভীষণ রাগ লেগে


তখন মনে হয় আবার ধরি দুই আঙ্গুলের
মাঝে আবার মনে না ছেড়েছি তো ছেড়েছি,প্রিয় তুমি ওখানে থাক
আর স্পর্শ করবো না। খুব জ্বালা তো করতে
লোকলজার কত ভয়ছিল-এখন আর লজ্জা লাগে না, ভালবাসি
বলে প্রিয় তুমি বিদায়-খুব সুখে থেকো
ভাল থেকো, এ দুয়ারি মেঘ মুক্ত আকাশ ধোয়া খেলা।


২৪ ভাদ্র ১৪২৬, ০৮ সেপ্টেম্বর ২০
------------------------------------