খুব গন্ধ লয় অথচ মাটির প্রেম বুঝি না
স্বার্থের অ রাজনৈতিক স্বপ্ন বাজ সাজি!
সাগর দেখি- আকাশ দেখি, মাটির
মন দেখি না- ফসলী ভরা মাঠ সাজাই না;
আগুন জ্বালাই- বিদ্বেষী রঙ মাখাই রাস্তায়-
প্রশ্ন অটুট, কেমন প্রেম কর? মাটির বুকে রক্তাক্ত;
স্বার্থ ছাড়া প্রেমের গন্ধ উড়ে না,
আমি নাকি সাদা বকের পিঠে
আর দেখো চাঁদের কুলে- কুলে
তারার পিছে- পিছে- আকাশ দৌড়ায় নাকি।


২৫জ্যৈষ্ঠ ১৪২৯, ০৮ জুন ২২