==========================
ঐখানে ক্ষণে ক্ষণে দিন বদলাচ্ছে
মানুষগুলো নাকি হেটে চলচ্ছে জল মেঘের উপর-
মাছ ভাজার ঘ্রাণ আমার -বাতাসে কিংবা
মাটিতে মিশচ্ছে না- যেখানে অবন্থান ঠিক সেখানেই
কানাকড়ি ছাড়চ্ছে না -না ;


বিবর্ণ রাতগুলোর কত হয়েছে উন্নয়ন,
জোনাকির আলো, বাসর সজ্জা ঘর, দু’তিন তলার ছাউনি-
আকাশ ভরা তারা, পূর্ণিমার যত খেলা- অথচ
আমার কিছু নেই নেই -ঠিক যেখানে আছি- সেখানেই;
বুঝে না অনাদরের একমোদ্দা মাটি!


তবুও অবস্থান নর্দমা অথবা জল শুকনো
বালুচর, অভয়ারণ্য,এমন কি সাদা কালো মেঘের ভেলায়
দেখে নিয় আঁধার সাজ- হাটতে হাটতে পথ শেষ
অতঃপর ধূলিও পরবে না গায়, চাঁদ চুম্মবে না- কারণ
অসময়ে দেখো বিদ্বেষীনয়নে উন্নয়ন।
৩০-০৮-১৮
-----------