=================================
সেই সময় ছিল, জলকাঁদা ভাঙ্গাচুড়া ইট বিছা রাস্তা
আঁকা বাঁকা আইলপাথার দুর্বা ঘাসের সাথে চাঁদ তারার খেলা
এখন বেশ উন্নয়ন হয়েছে, রঙিন পাদঙ্কের পথচারণা-
সানবাঁধা পুকুর, ফুল বাগান, চোখ মিঠা করা পীচঢালা মোড় ;
আর রঙ বিরল কত না ইচ্ছাঘুড়ি ইমারত।


অথচ কি অদ্ভুত ! ঠিক তেমনটাই রয়েছে- এ ঘর বাড়ি
নীল আকাশ, সবুজ মাঠ ঘাট -হেমবল্লী লতাপাতা-
তারপর মাঝে মধ্যে ঈর্ষা করে তুফানের মতো
বিবর্তন- কিন্তু পিছু টান আর ছাড়ে না- না-
সবকিছু দৃশ্যমান নিত্য নতুন- ইচ্ছে সোনার হরিণ মোড়-
আফসোস শুধু একগলা নদীর জলে ভাসমান ভোর।
১৩-০৫-১৮
-----------