প্রেম আছে, বললেই হবে না;
পূর্ণিমায় স্পর্শ করতে হবে-
জোনাকি আলোই জ্বলবে
সবুজ শ্যামল মাঠে দৌড়াবে!
তারপর পলাশ পাপড়ি চুম্বন-
আহা সব প্রেম পর শীত হবে;
সার্থকতা শুধু স্মৃতির মলয় চোখ
তবু প্রেম দূরত্ব হাত ছুঁয়া বাহিরে-
শাশ্বত প্রেম সুখের অলি গলিতে থাক;
মেঠো পথের ধূলির প্রেম এখানেই।


১৭ কার্তিক ১৪৩০, ০১ নভেম্বর ২৩