একটা গল্পের চিত্র ইতিহাস হয় না
কাল গভীরে সমুদ্র বয়ে আনে;
অথচ ইতিহাসের লাল গোলাপের পাপড়ি
গল্পের অনুভব যা কি না রঙধনু কিংবা
ভয়তানো মেঘ, জমাট বাঁধে বুকের নীলে
সোনালি ভোরের কচুরি পাতার রঙ!
শিশির সিক্ত মন হয়ে উঠে গল্পের আড়ালে
স্নিগ্ধময় সুবাসের একমুঠো ছুঁয়া কবিতা
গল্পের ইতিতে কেউ জানে না কি হবে-
তবু গন্ধ উড়ে মাটির চিহ্নে একমুঠো ছুঁয়া।


২৫ পৌষ ১৪২৯, ০৯ জানুয়ারি’২৩